Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিচারকদের শৃঙ্খলা বিধিমালার গেজেট আগামী সপ্তাহে’


৮ ডিসেম্বর ২০১৭ ১৩:৩২

স্পেশাল করেসপেন্ডেন্ট

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধিমালা নিয়ে  আর মত-পার্থক্য নেই। এই বিধিমালা সামনের সপ্তাহে গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক। এ ছাড়া প্রধান বিচাপতি নিয়োগের বিষয়টি  এখনো রাষ্ট্রপতির কার্যালয়ে আছে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের বাংলাদেশ আইন সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের  প্রধান অতিথি ছিলেন আনিসুল হক। সম্মেলন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধিমালার গেজেট প্রকাশ সম্পর্কে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘এই বিষয়ে মত-পার্থক্য মিটেছে। বিধিমালাটি রাষ্ট্রপতির কার্যালয়ে পৌছেছে বলে আমি জানি। আশা করছি, আগামী সপ্তাহের প্রথম দিকে এই গেজেট প্রকাশিত হবে। আগামী রোববার নাগাদ রাষ্ট্রপতির দপ্তর থেকে সংশ্লিষ্ট নথিটি ফেরত পাব।’

এর আগে ১৩ দিনের বেশি প্রধান বিচারপতির পদ শূন্য থাকেনি। এবার এই সময় পেরিয়ে গেছে। এই বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘আপনারা নিশ্চয়ই জানেন, সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিই একমাত্র প্রধান বিচারপতি নিয়োগ করতে পারেন।’

যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের বিষয়টি এখনো আপিল বিভাগে রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচার করার যে আইন তৈরি করছি সেটা। এই আইনটি এখন মন্ত্রিপরিষদ বিভাগে রয়েছে। যখন এই আইনটি মন্ত্রিপরিষদ বৈঠকে উপস্থাপন করা হবে তখন আলোচনার পর জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।’

বিএনপির সিনিয়র-ভাইস চেয়ারপার্সন তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে আদালতের মুখোমুখি করা হবে কিনা, এই বিষয়ে জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘তারেক রহমান দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামী। তার বিরুদ্ধে আরও অভিযোগ উঠছে। এই বিষয়ে যারা তদন্তের দায়িত্বে আছেন, তারা তদন্ত করবেন। আমার কোনো মন্তব্য নেই।’

ইতিহাস বিকৃতির আইন সম্পর্কে আইনমন্ত্রী জানান, আইনটি পর্যালোচনা করছি। পর্যালোচনা শেষ হলে জানাব।

সারাবাংলা/জেআইএল/জেডএফ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর