Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাভাবিক জীবনে ফিরলেন ওরা ১৪ জন


১৮ জানুয়ারি ২০২০ ১৮:৪০

সাতক্ষীরা: অপরাধ জগতের অন্ধকার জীবন থেকে বেরিয়ে আসতে সাতক্ষীরা সদর থানায় ১৪ জন আত্মসমর্পন করেছেন।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে তারা আত্মসমর্পন করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এরা হলেন— জামাল হোসেন, মনিরুল ইসলাম মনি, মো. আলাউদ্দিন, ফারুক হোসেন, বাবলুর রহমান, আলী হোসেন, শহীদ হোসেন, কামরুজ্জামান রানা, মফিজুল ইসলাম, জিয়ারুল ইসলাম, মিজানুর টিক্কা, শাহীন, আজিজ ও আজিজার রহমান।

তাদের বাড়ি সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামে। মোস্তাফিজুর রহমান বলেন, তারা দীর্ঘদিন চোরাচালানে জড়িত ছিলেন। বাংলাদেশের পণ্য ভারতে এবং ভারতের পণ্য বাংলাদেশে নিয়ে আসতেন। আজ তারা আত্মসমর্পন করে মুচলেকা দিয়েছেন, সাজার মেয়াদ শেষ হলে স্বাভাবিক জীবনে ফিরে যাবেন। তাদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়েছে। পুরনো মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা হবে।

চোরাচালান পাচার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর