Tuesday 15 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু


২২ জানুয়ারি ২০২০ ০৯:৪৩ | আপডেট: ২২ জানুয়ারি ২০২০ ০৯:৪৪

মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে প্রায় তিনঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের আবারও ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ফেরি বন্ধ থাকায় উভয়ঘাটে পারাপারের অপেক্ষায় ছিল প্রায় চার শতাধিক যানবাহন।

বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডাব্লিউটিসি। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে নয়টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

বিআইডাব্লিউটিসি আরিচা অঞ্চলের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, ‘ভোর থেকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ছয়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে উভয়পারে যাত্রীবাহী বাস, ট্রাকসহ ছোট বড় প্রায় চার শতাধিক যানবাহন ঘাটে আটকা পড়ে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে নয়টা থেকে আবারও ফেরি চলাচল শুরু হয়েছে জানান তিনি।

ঘন কুয়াশা টপ নিউজ দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল শুরু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর