Thursday 26 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকাকে প্রতিবেশ সংকটাপন্ন ঘোষণা করা উচিত: হাইকোর্ট


২২ জানুয়ারি ২০২০ ১৯:২৫

ঢাকা: দূষণের নগরী হিসেবে ঢাকাকে প্রতিবেশ সংকটাপন্ন ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

বুড়িগঙ্গা দূষণ সংক্রান্ত এক মামলার শুনানিকালে বুধবার (২২ জানুয়ারি) বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ, পরিবেশ অধিদফতরের পক্ষে ছিলেন আমাতুল করিম, শিল্প মালিক সমিতির পক্ষে ছিলেন আইনজীবী সিদ্দিকুর রহমান।

শুনানির এক পর্যায়ে আদালত বলেন, ‘পত্র-পত্রিকায় দেখলাম ঢাকা পৃথিবীর দূষণতম শহরে স্ট্যান্ড করে বসে আছে। দুই বা তিন নাম্বারেই আছে। এখন প্রতিবেশ সংকটাপন্ন হিসেবে এটিকে ঘোষণা দেওয়া দরকার।’

কোর্টের এ বক্তব্যের সঙ্গে সমর্থন জানালে আইনজীবী মনজিল মোরসেদকে উদ্দেশ্য করে কোর্ট বলেন, ‘আপনি এ নিয়ে সম্পূরক আবেদন করতে পারেন। অথবা আলাদা আবেদনও করতে পারেন।’

তখন মনজিল মোরসেদ আদালতকে জানান, এ নিয়ে তার চিন্তা আছে।

কোর্টের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে আইনজীবী মনজিল বলেন, ‘বুড়িগঙ্গার দূষণরোধ নিয়ে যে মামলা চলছে সেখানে শ্যামপুর ইন্ডাস্ট্রিয়াল এলাকার বিভিন্ন শিল্প কারাখানার মালিক যুক্তি উত্থাপন করছে, তারা এখানে যে ব্যবসা করছে, সে ব্যবসা অব্যাহত রাখার আইনগত অধিকার তাদের আছে।’

‘তারা যুক্তি দেখাচ্ছে, হাইকোর্ট ২০১২ সালে এক আদেশে ওয়াসাকে বর্জ্য শোধনাগার প্ল্যান্ট বা ইটিপি (ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপন করতে জমি বরাদ্দ দেওয়ার জন্য বলেছিল। কিন্তু পরবর্তীতে ইটিপি ছাড়া অবৈধভাবে চলা শিল্প কারাখানা উচ্ছেদে পরিবেশ অধিদফতর যখন নোটিশ দিয়েছিল, সেটিকে চ্যালেঞ্জ করে তারা উচ্চ আদালতে এসেছিল।’

বিজ্ঞাপন

২০১৬ সালে আপিল বিভাগ স্যাটেল করে দিয়েছিল যে, পরিবেশ অধিদফতরের উচ্ছেদ নোটিশ বৈধ এবং ইটিপি ছাড়া কোনো শিল্প-কারাখানা চালানো যাবে না।

আদালতের মন্তব্য উদ্বৃত করে মনজিল মোরসেদ আরও বলেন, ‘আদালত এই শুনানির মধ্যেই আইনজীবীকে উদ্দেশ্য করে বলেছেন, এ সমস্ত কাজ অব্যাহত থাকলে ঢাকার অবস্থাটা কী হবে! বর্তমানে ঢকাকে বিশ্বের এক নম্বর দূষিত শহর হিসেবে ঘোষণা করা হয়েছে। যদি এই রকম দুরাবস্থা হয়, সেক্ষেত্রে ইকোলোজিক্যাল ক্রিটিকাল এরিয়া ঘোষণা করার বিধান আছে পরিবেশ আইনে। এখন যেহেতু ঢাকা সবচেয়ে দূষিত নগরী, তাই গোটা ঢাকা শহরটাকেই ইকোলোজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া ঘোষণার সময় এসেছে।’

এ বিষয়ে আদালতে আবেদন করবেন কি না জানতে চাইলে এ আইনজীবী বলেন, ‘আদালতের এ আলোচনাটা শুনলাম, নিশ্চয়ই এর আইনগত বিষয়গুলো বিবেচনা করে পদক্ষেপ নিব।’

গত ২০ জানুয়ারি হাইকোর্ট বুড়িগঙ্গা নদী দূষণে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও পরিবেশগত ছাড়পত্র ও বর্জ্য সংশোধনাগার ছাড়া চলা ২৩১টি শিল্প প্রতিষ্ঠান অবিলম্বে বন্ধ করতে পরিবেশ অধিদফতরকে নির্দেশ দেয়।

সেইসঙ্গে এ বিষয়ে পরিবেশ অধিদফতরের চিঠি পাবার পর ওইসব শিল্প প্রতিষ্ঠানের পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে ঢাকা ওয়াসা, তিতাস গ্যাস ও ডিপিডিসিকে নির্দেশ দেওয়া হয়।

আদালতের নির্দেশনা কার্যকর করতে সহযোগিতা দিতে ঢাকা জেলা প্রশাসক, ডিএমপি কমিশনার ও সংশ্লিষ্ট থানার ওসিকে নির্দেশ দেয় আদালত।

এই আদেশ বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্টদের পরিবেশ অধিদফতরের মাধ্যমে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে অগ্রগতি প্রতিবেদন দেওয়ার নির্দেশনা রয়েছে।

বিজ্ঞাপন

কোর্ট ঢাকা সংকট হাইকোর্ট

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর