ছিন্নভিন্ন মৃতদেহ উদ্ধারের ১০ দিন পর জানা গেলো হত্যার কারণ
২৩ জানুয়ারি ২০২০ ১৩:১০
কুমিল্লা: কুমিল্লার চান্দিনায় মহাসড়কে এক দোকানি নাছিরের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধারের ১০ দিন পর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। জানা গেল, এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের প্রতিবাদ করায় মোয়াজ্জেম হোসেন ও অটোরিকশাচালক সানাউল্লাহ তাকে হত্যা করেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার সৈয়দ মো. নুরুল ইসলাম এসব তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বুধবার (২২ জানুয়ারি) দুপুর ২টায় চান্দিনা এলাকা থেকে মোয়াজ্জেম হোসেনকে আটক করতে সক্ষম হন তারা। মোয়াজ্জেম দোকানি নাছিরকে হত্যার কথা স্বীকার করেন। মোয়াজ্জেম জানান, এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের প্রতিবাদ করায় অটোরিকশাচালক সানাউল্লাহ ও তিনি নাছিরকে হত্যা করেন। কিন্তু কেউ যেন সন্দেহ না করতে পারে সেজন্য এলাকা ছাড়েননি তারা। পরে রাত ৮টায় চান্দিনার নাওতলা এলাকা থেকে ঘটনার মূল হোতা সানাউল্লাহকে আটক করা হয়।
এর আগে গত ১৩ জানুয়ারি সকালে ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কর কুমিল্লার চান্দিনা উপজেলা থেকে নাছির উদ্দিনের ছিন্ন-বিছিন্ন মরদেহ উদ্ধার করে পুলিশ।
সংবাদ সম্মেলনে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিম উল আহসানসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
কুমিল্লায় দোকানি হত্যা ছিন্নভিন্ন মৃতদেহ উদ্ধার প্রতিবন্ধী কিশোরী