Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯৯৯-এ কল, মধ্যরাতে নারী খুনের দায়ে যুবক আটক


২৩ জানুয়ারি ২০২০ ১৪:২২

ঢাকা: জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯-এ কল পেয়ে এক নারীকে খুনের দায়ে কুমিল্লা থেকে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বুধবার (২২ জানুয়ারি) রাত ১১ টা ৪১ মিনিটে শফিকুল নামে উদ্বিগ্ন একজন কলার কুমিল্লার কোতোয়ালি থানার নবগ্রাম থেকে ৯৯৯-এ ফোন করে জরুরি পুলিশি সহায়তা চান। এ সময় কলার জানান, নবগ্রামের একটি বাড়িতে এক যুবক এক নারীকে খুন করেছে। এ পরিপ্রেক্ষিতে তিনি পুলিশি সহায়তার জন্য অনুরোধ জানান।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘৯৯৯ তাৎক্ষণিকভাবে কলারকে কোতোয়ালি থানার ডিউটি অফিসারের সাথে কথা বলিয়ে দেন। খবর পেয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর জাকির ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে যান। এ সময় তিনি ঘটনাস্থল থেকে খুনের শিকার আফরোজা আক্তার বৃষ্টির (২০) মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠান এবং খুনের দায়ে অভিযুক্ত রুহুল আমিনকে (১৯) আটক করেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

থানার ইন্সপেক্টর জাকির ৯৯৯-কে জানান, খুনের শিকার আফরোজা আক্তার বৃষ্টির স্বামীর নাম দীন ইসলাম রকি (৩৫)। সে রকির দ্বিতীয় স্ত্রী। আর অভিযুক্ত রুহুল আমিন রকির প্রথম স্ত্রীর ভাই। পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

৯৯৯ কল টপ নিউজ নারী খুন যুবক আটক

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর