রেস্টুরেন্ট ব্যবসার উন্নয়নে মাই আউটসোর্সিংয়ের পাশে ভারত
২৬ জানুয়ারি ২০২০ ২০:৩৬
ঢাকা: বাংলাদেশের বাজারে রেস্টুরেন্ট অ্যান্ড অর্ডার ম্যানেজমেন্ট সলিউশন উন্নয়ন ও বিক্রয় বিষয়ে সহায়তা দেবে ভারত। মধ্য প্রাচ্যের দেড় হাজারের বেশি রেস্তোরাঁ এই পদ্ধতিতে চলছে।
গত শুক্রবার (২৩ জানুয়ারি) বাংলাদেশের মাই আউটসোর্সিং লিমিটেড এবং ভারতের কুইন্টেক বিজনেস সলিউশনস প্রাইভেট লিমিটেডের মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হয়। মাই আউটসোর্সিংয়ের পক্ষে বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. তানজিরুল বাশার এবং কুইন্টেক বিজনেস সলিউশনস প্রাইভেট লিমিটেড, ভারতের প্রতিষ্ঠাতা অ্যালেক্স জব চুক্তিপত্রে সই করেন।
২০১২ সালে মাই গ্রুপের সহপ্রতিষ্ঠান হিসেবে মাই আউটসোর্সিং লিমিটেড যাত্রা শুরু করে। দেশের বিভিন্ন খাতের বড় বড় কোম্পানির কাস্টমার কেয়ার ও ব্যাক অফিস সার্ভিস দিচ্ছে প্রতিষ্ঠানটি। দেশে শতাধিক এবং দেশের বাইরে পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে মাই আউটসোর্সিং। ন্যাশনাল হেলপ ডেস্ক ৯৯৯ প্রকল্পের সঙ্গেও রয়েছে মাই আউটসোর্সিং।