Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজ বাসায় গৃহবধূর মরদেহ, মাথায় আঘাতের চিহ্ন


২৯ জানুয়ারি ২০২০ ০১:০৪ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ ০১:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে নিজ বাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ বাংলাবাজারের গুলশান হাউজিং কলোনির একটি বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। মৃত বিবি ফাতেমা লিপি (২১) দিনমজুর মো. কামরুজ্জামানের স্ত্রী।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার সারাবাংলাকে জানান, সন্ধ্যায় কামরুজ্জামান বাসায় ফিরে স্ত্রীর রক্তাক্ত মরদেহ দেখে থানায় খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ নিজেদের হেফাজতে নেয়। তার মাথায় আঘাতের চিহ্ন আছে।

বিজ্ঞাপন

মরদেহের পাশে একটি হামানদিস্তা পাওয়া গেছে জানিয়ে ওসি বলেন, হামানদিস্তায় রক্তের দাগ আছে। সেটি দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি।

প্রথমে তাকে ধর্ষণ করা হয়েছে বলে পুলিশ ধারণা করলেও প্রাথমিক পরীক্ষায় এর কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানিয়েছেন ওসি।

হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের উদ্ধারে কাজ চলছে বলে জানান ওসি প্রিটন সরকার।

খুন গৃহবধূর মরদেহ টপ নিউজ মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর