Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারা হাসপাতালগুলোতে ১১৭ জন চিকিৎসক নিয়োগের নির্দেশ


২৯ জানুয়ারি ২০২০ ১৪:৩৪

ঢাকা: দেশের কারা হাসপাতালগুলোতে শূন্যপদে ১১৭ জন চিকিৎসককে দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে দ্রুত ‍নিয়োগ দিয়ে এক মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পরে রিটকারী আইনজীবী মো. জে আর খান রবিন বলেন, হাইকোর্টের আদেশে পরিপ্রেক্ষিতে কারা কতৃপক্ষ জানিয়েছিলেন কারা হাসপাতালগুলোতে ১৪১টি অনুমোদিত চিকিৎসকের পদ রয়েছে। এর মধ্যে ৯ জন আগেই ছিলেন। সম্প্রতি ১৫ জন সংযুক্ত করা হয়। বাকি ১১৭টি শূন্যপদে দ্রুত চিকিৎসক নিয়োগের নির্দেশ দিয়েছেন।

গত ১৪ জানুয়ারি সারাদেশে জরুরি ভিত্তিতে কারা হাসপাতালে কতজন চিকিৎসক প্রয়োজন তা কারা কর্তৃপক্ষকে ২৭ জানুয়ারি মধ্যে জানাতে বলা হয়। সে অনুযায়ী আজ কারা কর্তৃপক্ষ ১১৭টি শূন্যপদ রয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করে।

কারা কর্তৃপক্ষ একটি প্রতিবেদনে আদালতে জানিয়েছিল সারাদেশে ৬৮টি কারাগারে ১৪১টি পদের বিপরীতে মাত্র ১০ জন চিকিৎসক রয়েছে। অপরদিকে বন্দিদের মোট ৪০ হাজার ৬৬৪ জন ধারণ সংখ্যার বিপরীতে বন্দী রয়েছেন ৮৬ হাজার ৯৯৮ জন (২৭ আগস্ট পর্যন্ত)।

২০১৮ সালের ২৮ জানুয়ারি ২০ জন চিকিৎসককে কারাগারে পদায়ন করা হয়। এর মধ্যে মাত্র ৪ জন যোগদান করে। বাকি ১৬ জন এখনো যোগদান করেননি।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মো. জে আর খান রবিন। সঙ্গে ছিলেন আইনজীবী শাম্মী আকতার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

বিজ্ঞাপন

কারাগার চিকিৎসক নিয়োগ হাসপাতাল

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর