‘পুলিশকে মারলে কারাগার, সাংবাদিককে মারলে কেন নয়?’
৫ ফেব্রুয়ারি ২০২০ ১২:১৫ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৫৯
ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনের দিনে পুলিশের গায়ে হাত দেওয়ার অপরাধে একজনকে গ্রেফতার করা হলেও একই দিনে সাংবাদিকদের ওপর হামলা ও রক্তাক্ত করার অপরাধে কাউকে গ্রেফতার করা হয়নি। এমনটা কোনও সভ্য দেশে হতে পারে না। নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি’র মেয়র প্রার্থী তাবিথ আউয়াল এসব কথা বলেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় গুলশান ইমানুয়েলস হলে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এতে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণের বিএনপি প্রার্থী ইশরাক হোসেনও।
তাবিথ আউয়াল আরও বলেন, ‘নির্বাচনের দিন কেবল বিএনপির নেতাকর্মী বা সমর্থক হামলার শিকার হননি। ওই দিন নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত বেশ কয়েকজন সাংবাদিক আওয়ামী সন্ত্রাসীদের হাতে মার খেয়েছেন।’
সংবাদ সম্মেলন মঞ্চে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বরকত উল্যাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এলডিপির (একাংশ) মহাসচিব শাহাদাত হোসেন সেলিমসহ অনেকেই উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন পরিচালনা করেছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী।
সংবাদ সম্মেলনে ভোটের দিনে নানা ধরনের অনিয়ম, কারচুপি, পুলিশি হয়রানির অভিযোগ করে তার পক্ষে সংগৃহীত তথ্য–উপাত্ত তুলে ধরেন তাবিথ আউয়াল। পাওয়ার পয়েন্টের মাধ্যমে সাংবাদিকদের সামনে সব কিছু তুলে ধরে তিনি।
সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।