Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুদানে মুজিববর্ষ উযযাপনে বাংলাদেশ পুলিশ ইউনিটের উদ্যোগ


৯ ফেব্রুয়ারি ২০২০ ১৬:১৩

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে সুদানের এলফেশার শহরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট নানা উদ্যোগ নিয়েছে। এর মধ্যে গত ৬ ফ্রেব্রুয়ারি সুদানের এলফেশার শহরে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

এলফেশার শহরের আলনুস বয়েজ স্কুলে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পুলিশ কমিশনার ড. সুলতান আজম তিমুরী।

বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন এলফেশার শহরের ডেপুটি পুলিশ কমিশনার কর্নেল আমিন ইব্রাহিম আব্দুস সাদেকসহ দারফুর মিশনের অন্যান্য কর্মকর্তারা।

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ কমিশনার ড. তিমুরী বৈশ্বিক উষ্ণতা রোধে এবং মরুকরণরোধে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

তিনি তার বক্তব্যে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় বাংলাদেশ কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ আব্দুল হালিমকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পুলিশ কমিশনার বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন বিশ্বনেতাদের মধ্যে অন্যতম একজন।’

আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ বাংলাদেশসহ বিশ্বব্যাপী উদযাপিত হবে। বাংলাদেশ সরকারের পাশাপাশি প্রবাসে ৯২টি বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সুদানে বাংলাদেশের কোনো দূতাবাস না থাকায় রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষবার্ষিকী উদযাপিত হচ্ছে না। তবে সুদানে কর্মরত বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট আগামী ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপনের প্রস্তুতি গ্রহণ করেছে।

বিজ্ঞাপন

জাতিসংঘ মিশন ডিএমপি পুলিশ মুজিববর্ষ সুদান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর