Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুরস্কের পাল্টা হামলায় ৫১ সিরিয়ান সৈন্যের মৃত্যু


১২ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৫৬

সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিবে তুরস্কের পাল্টা হামলায় ৫১ সিরিয়ান সৈন্যের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার (১২ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে রয়টার্স।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইদলিবে তুর্কি বাহিনীর অভিযানে দুইটি সিরিয়ান ট্যাংক ও একটি অস্ত্রভাণ্ডার সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

এর কয়েকঘন্টা আগে একটি যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছিল, ২০১২ সাল থেকে চলতে থাকা ইদলিব গৃহযুদ্ধের মধ্যে প্রথমবারের মতো আলেপ্পো-দামাসস্কাস মহাসড়কের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে রাশিয়া সমর্থিত সিরিয়ার সরকারি বাহিনী।

কিন্তু সিরিয়ার সরকারি কোনো সংবাদসংস্থা তুরস্কের পাল্টা হামলা বা ওই মহাসড়কে সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যাপারে কিছু জানায়নি।

তবে, আলেপ্পো-দামাসস্কাস মহাসড়কে সিরিয়ান সৈন্যদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সময় যে প্রাণঘাতী সংঘর্ষ হয় তার জবাবে বিদ্রোহীরা সিরিয়ান বাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত করে নাইরব শহর অভিমুখে যাত্রা করে। কিন্তু তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার সরকারি বাহিনী ওই শহর দখল করে রেখেছে।

ইদলিব তুরস্ক মৃত্যু রাশিয়া সিরিয়া

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর