Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমল হাসানের শুটিংয়ে দুর্ঘটনা; ৩ জনের মৃত্যু


২০ ফেব্রুয়ারি ২০২০ ১৩:০৩ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ ১৩:০৮

‘ইন্ডিয়ান টু’ সিনেমার সেটে এক ভয়াবহ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। চেন্নাইয়ের ইভিপি ফিল্ম সিটিতে শুটিং চলা এ সিনেমাটির পরিচালক শংকরও এসময় গুরুতর আহত হয়েছেন। এছাড়া সেটে আরও ১০জন কর্মীও আহত হয়েছেন।

জানা যায়, বুধবার রাতে শুটিং চলার সময় দেড়শো ফুট উঁচু একটি ক্রেনের উপর থাকা আলোকসজ্জার সেটআপ ভেঙে পড়ে। এসময় বহু কর্মী চাপা পড়েন। ভেঙে পড়া সেটের নিচে চাপা পড়েই ৩ জনের মৃত্যু হয়।

ইন্ডিয়ান-টু সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা কামাল হাসান এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন। দুর্ঘটনার সময় তিনিও সেটে ছিলেন। তিনি বলেন, আমার জীবনে আমি বহু দুর্ঘটনা দেখেছি ও কাটিয়ে উঠেছি। কিন্তু এ ঘটনাটি সবচেয়ে বেদনাদায়ক।’

এ সিনেমাতে কামাল হাসান ছাড়াও কাজল আগরওয়াল, সিদ্ধার্থ, রাকুলপ্রীত সিং অভিনয় করছেন।

ইন্ডিয়ান ২ কমল হাসান

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর