বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের আহ্বায়ক কমিটি গঠন
২২ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৪৩
ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক ভিসি প্রফেসর ড. এস এম নজরুল ইসলামকে আহ্বায়ক করে ২০১ সদস্যবিশিষ্ট বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সম্প্রতি রাজধানীর কলাবাগানে সংগঠনটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে কমিটি গঠন করা হয়। নতুন আহ্বায়ক কমিটি আগামী তিনমাসের মধ্যে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
এর আগে, ২০১০ সালে দুই বছরের মেয়াদ নিয়ে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের প্রথম কমিটি গঠিত হয়েছিল। কিন্তু ১০ বছরেও ওই কমিটির নেতারা কোনো সম্মেলন করতে না পারায় সংগঠনটির মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। পরে নানা অনিয়মের অভিযোগে সেই কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়।
আগের কমিটির দায়িত্বে ছিলেন প্রকৌশলী ড. হাবিবুর রহমান ও প্রকৌশলী মো. নুরুজ্জামান।
কমিটির আহ্বায়ক প্রকৌশলী এস এম নজরুল ইসলাম বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী প্রকৌশলীদের নিয়ে গঠিত বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ (বিপিপি) মূলত একটি অরাজনৈতিক সংগঠন। সংগঠনটি বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে কাজ করবে। পক্ষান্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে আরও গতিশীল করতে সংগঠনটি ভূমিকা রাখবে।’
উল্লেখ্য প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক অনুমোদিত।