Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বইমেলায় মিথুনের দুই বই


২৪ ফেব্রুয়ারি ২০২০ ২২:০০

অমর একুশে গ্রন্থমেলায় এসেছে সাহিত্যিক-সাংবাদিক মিজানুর রহমান মিথুনের দুটি বই। এর একটি হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ সংকলন ‘বঙ্গবন্ধু জাতির পিতা’। প্রকাশ করেছে ‘স্বরবৃত্ত’। চিত্রশিল্পী মামুন হোসাইনের প্রচ্ছদে বইটির দাম রাখা হয়েছে ৫০০ টাকা। বইমেলার ৫৫০-৫৫১ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।

মিথুনের অপর বইটির নাম হচ্ছে ‘ক্লাস পালানো ছেলে’। শিশু-কিশোরদের জন্য লেখা বইটিতে ৯টি গল্প রয়েছে। মোস্তাফিজ কারিগরের প্রচ্ছদ ও অরূপ মন্ডলের অলঙ্করণে বইটি প্রকাশ করেছে সাহস পাবলিকেশন্স। বইটির দাম ১৩৫ টাকা। এটি পাওয়া যাচ্ছে বইমেলার ৪০৭-৪০৮ নম্বর স্টলে।

বিজ্ঞাপন

মিথুনের প্রকাশিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য- ‘তিনি আমাদের জাতির পিতা’, ‘তোমাদের জন্য বঙ্গবন্ধু স্বপ্নজয়ী সেরা মানুষ’, ‘রাসেল তুমি ফিরে এসো’, ‘নতুন সপ্তাশ্চর্য’, ‘যুগে যুগে সপ্তাশ্চর্য’, ‘যে ভূতটা বই পড়তে এসেছিল’, ‘ফার্স্ট গার্ল সেকেন্ড বয়’, ‘ফুল বালিকা’ ইত্যাদি।

প্রাণের মেলা বইমেলা মিথুন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর