ফতুল্লায় রাজউকের উচ্ছেদ অভিযান, ৮ লাখ টাকা জরিমানা
২৮ ফেব্রুয়ারি ২০২০ ০২:০০
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাদানীনগর এলাকায় ইমারত নির্মাণ বিধিমালা না মেনে ভবন নির্মাণ করায় সেগুলোর অবৈধ অংশ অপসারণ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এছাড়া ভবন মালিকদের কাছ থেকে আট লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
নারায়ণগঞ্জ রাজউক জোন-৮ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সংস্থাটির অথোরাইজড অফিসার শেখ তৌফিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
রাজউক জানায়, রাজউজের অনুমোদন ছাড়াই আবাসিক ভবন নির্মান করার অভিযোগে সাইফুল ইসলাম ফরহাদকে তিন লাখ টাকা, হাবিবুর রহমান ফেরদৌসকে দুই লাখ, মামুনুর রশিদকে দুই লাখ, আবু নাঈম রাফিকে এক লাখ ও জাকির হোসেনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের অবৈধ ভবনগুলোর বেশ কিছু অংশ ভেঙে দিয়ে নিজ দায়িত্বে অপসারণ করতে একমাসের সময় বেঁধে দেওয়া হয়।
ইমারত নির্মাণ বিধিমালা উচ্ছেদ অভিযান রাজউক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)