Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংকনোটের মাধ্যমে ছড়াতে পারে করোনাভাইরাস: ডব্লিউএইচও


৩ মার্চ ২০২০ ১৬:০৬ | আপডেট: ৩ মার্চ ২০২০ ১৬:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছবি – দ্য টেলিগ্রাফ।

ময়লা ব্যাংকনোটের মাধ্যমে করোনাভাইরাস ছড়াতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। অনলাইন লেনদেন বাড়িয়ে এই ঝুঁকি কমানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি। সোমবার (২ মার্চ) ডব্লিউএইচও’র বরাতে এ খবর জানিয়েছে দ্য টেলিগ্রাফ।

এছাড়াও, প্রতিবার ব্যাংকনোট ধরার পর হাত ভালোভাবে ধুয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও। কারণ, কভিড-১৯ রোগের জন্য দায়ী নভেল করোনাভাইরাস কয়েকদিন পর্যন্ত বিভিন্ন সারফেসে টিকে থাকতে পারে।

এর আগে, যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে তাদের গ্রাহকদের উদ্দেশে জানানো হয়েছে, ব্যাংকনোটে ভাইরাস ও ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনা রয়েছে। তাই গ্রাহকরা যেনো প্রতিবার ব্যংকনোট ধরার পর ভালোভাবে হাত ধুয়ে নেন।

বিজ্ঞাপন

এদিকে, চীন ও কোরিয়া করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর বাজারে থাকা ব্যাংকনোটগুলো আলাদা করে ফেলেছে। তাদের ওই উদ্যোগের পরই ডব্লিউএইচও’র পক্ষ থেকে এই ধ্রনের সসতর্কতা জারি করা হলো।

প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সৃষ্ট কভিড-১৯ ইতোমধ্যেই বিশ্বব্যাপী তিন সহস্রাধিক মানুষ মারা গেছে। আক্রান্ত হয়েছেন প্রায় ৯০ হাজার। চীনের পর কোরিয়া উপদ্বীপ, মধ্যপ্রাচ্যের ইরান এবং ইউরোপের ইতালিতে কভিড-১৯ পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।

বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে যমুনা ইলেকট্রনিক্স
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৫

আরো

সম্পর্কিত খবর