Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশু কবিতা হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল


৩ মার্চ ২০২০ ২০:৩৬

ঢাকা: চাঁপাইনবাবগঞ্জের চাঞ্চল্যকর শিশু কবিতা (৪) হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। দুই আসামি হলো- আলীর ছেলে শিহাব রেজা ও শংকরবাটি গ্রামের অব্দুল মালেকের ছেলে সাগর আহমেদ ।

আসামিদের আপিল খারিজ করে বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি সাহেদ নুর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছেন বলে মঙ্গলবার (৩ মার্চ) জানিয়েছেন সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমদ।

বিজ্ঞাপন

এর আগে ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি চাঞ্চল্যকর শিশু কবিতা (৪) হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড দেন চাঁপাইনবাবগঞ্জের নারী-শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১-এর বিচারক কবিতা খানম।

এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা। দুই আসামিই বর্তমানে কারাগারে আছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৩০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌর এলাকার কালিগঞ্জ ফুলবাগান মহল্লায় বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় কবিতা। এর একদিন পর ১ সেপ্টেম্বর মোবাইল ফোনে কুরবান আলীর কাছে তার মেয়ের মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। এর প্রেক্ষিতে কবিতার বাবা বিকাশের মাধ্যমে ২৫ হাজার টাকা পাঠায়। এরপর র‌্যাব মোবাইল ট্র্যাকিং করে ৪ সেপ্টেম্বর শিহাব রেজা নামে একজনকে আটক করে। পরে শিহাবের স্বীকারোক্তি অনুযায়ী অপহৃত কবিতার চাচা সাগর আহমেদকে আটক করে।

শিহাব ও সাগর দুইজনেই এ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে। তারা জানায়, অপহরণের পরপরই কবিতা চিৎকার করলে তারা নৃশংসভাবে শ্বাসরোধ করে তাকে হত্যা করে লাশটি একটি সেপটিক ট্যাংকে ফেলে রাখে। এ ঘটনায় কবিতার বাবা বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

মৃত্যুদণ্ড শিশু কবিতা হত্যা

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর