এক বছর সাজায় চার বছর জেলে, দ্রুত মুক্তির নির্দেশ
৯ মার্চ ২০২০ ২০:২৪
ঢাকা: চেক ডিজঅনার মামলায় একবছর সাজা হলেও চারবছর ধরে কারাগারে থাকা মুন্সিগঞ্জের কোলাপাড়া গ্রামের রেজাউল কবির সুইটকে দ্রুত মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে আগামী ৩০ এপ্রিল এ মামলার সকল নথি তলব করেছেন আদালত। পাশাপাশি রুলও জারি করেছেন আদালত।
এক রিট আবেদনের প্রেক্ষিতে সোমবার (৯ মার্চ) বিচারপতি এম. এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক, কারাপুলিশ প্রধান, গাজীপুরের জেল সুপার, কাশিমপুরের সিনিয়র জেল সুপার এবং মামলার বাদি মো. মজিবুর রহমানকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে সুইটের রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তার সঙ্গে ছিলেন আইনজীবী আসাদ উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
চেক ডিজঅনার মামলায় ২০১৫ সালের ৫ আগস্ট মুন্সিগঞ্জের কোলাপাড়া গ্রামের রেজাউল কবির সুইট গ্রেফতার হন। এরপর ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর নিম্ন আদালত তাকে পলাতক দেখিয়ে ১ বছরের সাজা প্রদান করেন। অথচ ২০১৫ সালের ৫ আগস্ট গ্রেফতার হওয়ার পর থেকে কখনোই তিনি জামিনে মুক্তি হতে পারেননি। তাই ২০১৯ সালের ৬ আগস্ট তিনি জেল কর্তৃপক্ষের মাধ্যমে আদালত বরাবর একটি আবেদনপত্র পাঠান। এতে তিনি উল্লেখ করেন, ২০১৫ সাল থেকে চেক ডিজঅনার মামলায় তিনি কারাগারেই আছেন। অথচ এ তথ্য নিম্ন আদালতের নজরে আনা হলেও আদালত এ নিয়ে কোন পদক্ষেপ নেননি। এরপর হাইকোর্টে একটি রিট দায়ের করেন ভুক্তভোগী।
তার পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, এক বছরের সাজা হওয়া সত্ত্বেও রিট আবেদনকারী ২০১৫ সাল থেকে আজ অবধি কারাভোগ করছেন। যা সংবিধানের ৩১, ৩২ ও ৩৩ অনুচ্ছেদের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।
এছাড়াও ঘটনাটি সংবিধানের ১০২(২)(খ)(অ) অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। তাই এই রিট দায়ের করা হয়। আদালত রিটের শুনানি নিয়ে অবিলম্বে রেজাউল কবির সুইটকে মুক্তির আদেশ দেন।