Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা আক্রান্ত বাংলাদেশি শ্রমিকের স্ত্রীর জন্য ৩৩ বাক্স উপহার


১৫ মার্চ ২০২০ ১৫:৫৯

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালের আইসোলেশন সেন্টারে ফেব্রুয়ারির ৭ তারিখ থেকে চিকিৎসাধীন রয়েছেন এক প্রবাসী বাংলাদেশি শ্রমিক। সিঙ্গাপুরের ৪২ তম কেইস হিসেবে তাকে কোভিড-১৯ আক্রান্ত বলে ঘোষণা করা হয়।

এদিকে, তার সন্তানসম্ভবা স্ত্রী রয়েছেন বাংলাদেশে। মার্চের ৯ তারিখে সিঙ্গাপুরের সমাজভিত্তিক সহায়তা সংস্থা ইটস রেইনিং রেইনকোটস (আইআরআর) তাদের ফেসবুক পেজ থেকে ওই বাংলাদেশি শ্রমিক এবং তার স্ত্রীর কথা উল্লেখ করে একটি পোস্ট দেয়। এবং তাদের জন্য সামর্থ্য অনুসারে সহায়তার আহ্বান জানান।

বিজ্ঞাপন

শনিবার (১৪ মার্চ) আইআরআরের পক্ষ থেকে জানানো হয়, তারা সেই আহবানের ফলাফলে এতো সাড়া পেয়েছেন যে, ওই শ্রমিকের স্ত্রীর একার পক্ষে এতো সহায়তা অনেক বেশি হয়ে যাবে। এমনকি তার ছোট ঘরে এতো সহায়তার দ্রব্যাদি সংকুলান হবে না। তাই আইআরআর সিদ্ধান্ত নিয়েছে উদ্বৃত্ত সহায়তা সামগ্রী তারা আরও দুই প্রবাসী শ্রমিকের পরিবারের মধ্যে বিতরণ করবে।

ফেসবুক পোস্টে সাড়া দিয়ে পাঠানো ওই উপহার সামগ্রীগুলো ৩৩টি বাক্সে ভরে কুরিয়ার যোগে বাংলাদেশে পাঠানো হচ্ছে।

করোনাভাইরাস কোভিড-১৯ প্রবাসী বাংলাদেশি শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর