নরসিংদীতে ১৫ জন হোম কোয়ারেনটাইনে
১৬ মার্চ ২০২০ ০৫:৫৫
নরসিংদীতে নারী ও পুরুষসহ ১৫ জন হোম কোয়ারেনটাইনে। সন্দেহভাজন সবাই বিভিন্ন দেশ থেকে আগত। রোববার (১৫ মার্চ) সকাল পর্যন্ত নরসিংদীতে করোনাভাইরাস সন্দেহে আরো ৫ জন প্রবাসীকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। এক নারী ও ১৪ জন পুরুষ মিলিয়ে এ পর্যন্ত সংখ্যা দাড়িয়েছে মোট ১৫ জনে।
এর মধ্যে নরসিংদী সদরে ৩, পলাশে ২, শিবপুর উপজেলায় ৩; মনোহরদী উপজেলায় ১; বেলাব উপজেলায় ১ এবং রায়পুরা উপজেলায় ৫ জন। তালিকার সকলেই বিভিন্ন দেশ থেকে রোববার সকালের মধ্যে দেশে ফিরেছেন।
নরসিংদীর সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন জানান, ‘বিদেশফেরত সন্দেহভাজন হিসেবে সকলকেই নিজ নিজ বাড়ীতে কোয়ারেনটাইনে রাখা হয়েছে। এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে ও আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নব-নির্মিত ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালকে আইসোলেশন সেন্টার ঘোষণা করা হয়েছে। এখানে ১০০ শয্যার ব্যবস্থা রাখা হবে। এছাড়া নরসিংদীর জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতাল গুলোতে বিভিন্ন পর্যায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নরসিংদীর প্রধান দুটো চিকিৎসাকেন্দ্র জেলা ও সদর হাসপাতালসহ সবগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলাদা আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।’