Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে কোনো প্রয়োজনে জাতীয় পার্টিকে ডাকবেন: জি এম কাদের


১৬ মার্চ ২০২০ ১৩:০৮

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান জাতীয় সংসদের উপনেতা জিএম কাদের বলেছেন, করোনাভাইরাস বিশ্বব্যাপী আতঙ্ক ছড়িয়েছে। এ ভাইরাস প্রতিরোধ এবং সচেতনতামূলক কর্মকান্ডে আমরা সরকারের পাশেই থাকবো। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, তারা যেনো যে কোনো প্রয়োজনে জাতীয় পার্টিকে ডাকেন।

সোমবার (১৬ মার্চ) প্রেসক্লাবের সামনে জাতীয় যুব সংহতির আয়োজনে করোনাভাইরাস নিয়ে জনসচেতনতা সৃষ্টি ও মাস্ক বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশ জনবহুল দেশ। জনগণকে সচেতন করতেই হবে। এই নতুন ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে। এর কোনো ভ্যাকসিন ও প্রতিরোধক নেই। সচেতনতা ও নির্দেশনা মেনে চলাই আমাদের একমাত্র ভরসা। এই কর্মসূচি প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়েও চলবে।

ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব সংহতির সভাপতি আলমগীর শিকদার লোটন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

করোনাভাইরাস জাতীয় পার্টি জাতীয় যুব সংহতি জি এম কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর