জয়পুরহাটে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বাড়াতে রাস্তায় ছাত্রলীগ
১৯ মার্চ ২০২০ ২২:৫৫
জয়পুরহাট: করোনাভাইরাসের বিস্তার রোধে এবার রাস্তায় নেমেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সম্পর্কে সাধারণ মানুষদের সচেতন করতে জয়পুরহাটে ছাত্রলীগ নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) পৌর ছাত্রলীগের উদ্যোগে পৌর শহরের বিভিন্ন সড়কে ব্যবসায়ী, দিনমজুর, গাড়িচালকসহ পথচারীদের হাতেসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণের সময় জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা বলেন, করোনাভাইরাসের কারণে বাংলাদেশের মানুষও হুমকির মুখে রয়েছে। তবে আতঙ্কিত না হয়ে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা যেভাবে আমাদের নির্দেশ দিচ্ছেন, তা সঠিকভাবে মানলেই করোনাভাইরাস প্রতিরোধ সম্ভব। এ কারণেই আমরা সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির লক্ষে এই লিফলেট বিতরণ করছি।
এসময় জেলা ছাত্রলীগের সহসভাপতি ওয়াহিদুজ্জামান রকি, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা, পৌর ছাত্রলীগের সহসভাপতি সোহানুর রহমান সোহান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চীনের হুবই প্রদেশ থেকে উদ্ভূত করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। বাংলাদেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭ জন। এ ভাইরাসের ফলে সৃষ্ট কোভিড-১৯ রোগে বুধবার বাংলাদেশে একজনের মৃত্যু হয়েছে।