Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবে সব ধরনের যান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত


২০ মার্চ ২০২০ ১২:০৯ | আপডেট: ২০ মার্চ ২০২০ ১৪:৫৭

করোনাভাইরাসের বিস্তার রোধে সৌদি আরব সব ধরনের যান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সৌদি প্রেস এজেন্সি তাদের এক খবরে জানায়, ১৪ দিনের জন্য দেশের অভ্যন্তরে বিমান, ট্রেন, বাসসহ সব ধরনের গণপরিবহণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদি আরবের স্বরাষ্ট্র বিভাগের এক কর্মকর্তার বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানায়, নতুন এ নির্দেশ শনিবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে কার্যকর হবে। তবে যেসব ফ্লাইট জরুরী প্রয়োজনে পরিচালনা করা হবে এবং চিকিৎসা সংক্রান্ত কাজে নিয়োজিত থাকবে সেগুলো সহ ব্যক্তিগত বিমান বিশেষ অনুমতি নিয়ে ফ্লাইট পরিচালনা করতে পারবে।

বিজ্ঞাপন

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে সৌদি আরবে এ পর্যন্ত ২৭৪ জন আক্রান্ত হয়েছেন। তবে দেশটিতে এখনও কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।

ভাইরাসটির বিস্তার রোধে এর আগে বিভিন্ন পদক্ষেপ নেয় সৌদি কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৭ মার্চ) সৌদি আরবের মক্কায় কাবা শরীফ ও মদিনায় মসজিদে নববী ছাড়া সকল মসজিদে অনির্দিষ্টকালের জন্য নামাজ বন্ধ করে দেওয়া হয়।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীন থেকে উদ্ভূত করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। শুক্রবার পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ হাজারেরও বেশি প্রাণহানি হয়েছে।

করোনাভাইরাস সৌদি আরব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর