Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় ইতালিতে মৃত্যুর সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে


২১ মার্চ ২০২০ ০৩:৫৫

করোনাভাইরাসের কারণে ছড়ানো মহামারীতে ইউরোপের দেশ ইতালিতে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। একইসঙ্গে দেশটিতে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এ নিয়ে ইউরোপের দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩২ জন। এ দিকে সর্বোচ্চ মৃত্যুর তালিকায় করোনার উৎস চীনকেও ছাড়িয়ে গেছে দেশটি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ইতালিতে আরও ৬২৭ জনের প্রাণহানি হয়েছে। এখন পর্যন্ত এটাই যেকোনো দেশের জন্য একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৮৬ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ২১ জন।

তবে করোনায় আক্রান্ত ৫ হাজারের ১২৯ জন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সেখানে।

ইতালির সরকার করোনা সংকট মোকাবিলায় সাড়ে ৩ শ মিলিয়ন ইউরোর বাজেট ঘোষণা করেছে।

পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে পর্যন্ত যারা কর্মহীন থাকবে তারা বেতনের আশি ভাগ অর্থ পাবে।

এছাড়া হোম কোয়ারেনটাইন অমান্যকারীদের পুলিশ ব্যাপক শাস্তি ও জরিমানা আরোপ করছে। স্টেশনে ঘুমানো ছিন্নমূল মানুষদের পুলিশ তুলে নিয়ে গেছে নিরাপদ আশ্রয়ে।

মহামারি করোনা থেকে ইতালিকে বাঁচাতে দেশটির সরকার সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে চলেছেন।

ইতালি করোনাভাইরাস মৃত্যু ৪ হাজার ৩২

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর