রাজধানীতে বাবা-ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন
২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:০৫ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০৯:১৫
মেডিকেল করেসপন্ডেন্ট
ঢাকা : রাজধানীর আজিমপুর নিউ পল্টন লাইন এলাকায় বাবা- ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন হয়েছে। ওই যুবকের নাম শাহিন হোসেন (২৫)। এ ঘটনার পর তার বাবা নুর ইসলাম পলাতক রয়েছেন। তবে যুবকের ছোট ভাই সাইফুল ইসলাম শুভ গ্রেফতার করেছে পুলিশ। পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, শাহিন মাদকাসক্ত ছিল।
মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের স্ত্রীর বড় ভাই লিমন দাবি করেন, আজিমপুরে নিউ পল্টন লাইনের ১১ তলা বাসার ৫ তলায় তাদের নিজস্ব ফ্ল্যাট। সেখানে পরিবারের সবাই এক সঙ্গে থাকেন। ছোট ভাই শাহিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। তার বাবা শাহিনকে দুই মাস তাকে মাদক নিরাময় কেন্দ্রে রেখেছিলেন। গত সপ্তাহে আগে তাকে বাসায় আনা হয়।
বাসায় এসে শাহিন আবারও মাদক সেবন শুরু করে। মঙ্গলবার রাতে বাবা-ভাইয়ের ওপর চড়াও হন শাহীন। একপর্যায়ে তাদের ঝগড়া বাঁধে, হাতাহাতি শুরু হয়। এ সময় তার বাবা নুর ইসলাম ও ছোটভাই সাইফুল ইসলাম শুভ শাহিনের পেটে- পিঠে সহ শরীরের বেশকয়েকটি স্থানে ছুরিকাঘাত করে।
এতে গুরুতর আহত অবস্থায় ছোট ভাই সাইফুল ইসলাম শুভ ও আরও দুইজন মিলে শাহিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, শাহীন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। এ নিয়ে প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া হতো। নেশার টাকা না পেলে তাদের ওপর চড়াও হতো সে।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুভাস কুমার পাল জানান, পরিবার ও স্থানীয়রা জানিয়েছে, শাহিন মাদকাসক্ত ছিল। শাহিনকে হত্যার ঘটনায় ছোটভাই শুভকে গ্রেফতার করা হয়েছে। তবে তার বাবা নুর ইসলাম পলাতক রয়েছেন। তাকেও পুলিশ গ্রেফতারের চেষ্টা করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/টিএম