Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবে ২১ দিনের কারফিউ জারি


২৩ মার্চ ২০২০ ১৩:১৩

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এবার সৌদি আরবে ২১ দিনের কারফিউ জারি করেছেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। সোমবার (২৩ মার্চ) থেকে এ কারফিউ কার্যকর হবে। সৌদির রাজকীয় এ বার্তা প্রকাশ করেছে সৌদি প্রেস এজেন্সি।

প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত এ কারফিউ চলবে। রোববার সৌদি আরবে আরও ১১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এ সিদ্ধান্ত নিলেন বাদশাহ সালমান। সৌদির রাজকীয় ওই বার্তায় বলা হয়, কারফিউ জারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

এর আগে শনিবার থেকে ১৪ দিনের জন্য সৌদি আরবের অভ্যন্তরে সব ধরণের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করা দেওয়া হয় যাত্রীবাহী বিমান পরিষেবাও।

উল্লেখ্য চীন থেকে উদ্ভূত করোনাভাইরাসে সৌদি আরবে এ পর্যন্ত ৫১১ জন আক্রান্ত হয়েছেন। তবে এখনও কোন প্রাণহানির ঘটনা ঘটেনি দেশটিতে।

করোনাভাইরাস সালমান বিন আব্দুল আজিজ সৌদি আরব

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর