করোনা সন্দেহে আইসোলেশনে ৮ বছরের শিশু
২৪ মার্চ ২০২০ ১৩:০১
হিলি: দিনাজপুরের বিরামপুরে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ৮ বছরের এক শিশুকে স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।
গতকাল সোমবার (২৩ মার্চ) দুপুরে ওই শিশুকে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী।
সারাবাংলাকে তিনি জানান, শিশুটির শরীরে জ্বর, শ্বাসকষ্ট, সর্দিসহ করোনার সব লক্ষণ স্পষ্ট। এই জন্য শিশুটিকে আমরা হাসপাতালের আইসোলেশন ইউনিটে রেখেছি। শিশুর বাড়ি হাকিমপুর উপজেলার ভারতের সীমান্তবর্তী একটি গ্রামে। সাত দিন ধরে ওই শিশু জ্বর, শ্বাসকষ্ট, সর্দিতে আক্রান্ত।
ইতোমধ্যে শিশুটির নমুনা সংগ্রহ করা হয়েছে। আজকের মধ্যেই সেসব নমুনা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হবে বলেও জানান তিনি।