Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হলে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে চবি’র আপত্তি


২৫ মার্চ ২০২০ ২২:০৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলকে করোনাভাইরসা মোকাবিলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইন হিসেবে ব্যবহারে আপত্তি দিয়েছেন শিক্ষক ও এলাকার সাধারণ মানুষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপত্তির বিষয়টি চট্টগ্রাম জেলা প্রশাসনকে জানিয়ে তাদের এই সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করেছে।

বুধবার (২৫মার্চ) সন্ধ্যায় বিষয়টি সারাবাংলাকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরিণ আখতার।

বিজ্ঞাপন

উপাচার্য বলেন, করোনাভাইরাস মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে প্রশাসনের পক্ষ থেকে কোয়ারেনটাইন সেন্টার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ডিন ও শিক্ষক সমিতিসহ কেউ এর সঙ্গে একমত নন। স্থানীয় লোকজনেরও আপত্তি আছে। সেজন্য আমরা প্রশাসনকে বলেছি- যাতে বিশ্ববিদ্যালয়ের হলে কোনো কোয়ারেনটাইন করা না হয়।

এর আগে বুধবার চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, চট্টগ্রামে পাঁচটি প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইন নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে একটি চবি’র আবাসিক হল।

এ বিষয়ে জেলা প্রশাসকের বক্তব্য জানতে পারেনি সারাবাংলা।

করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর