করোনা ইস্যুতে স্থগিত রাঙ্গামাটির ‘সাংগ্রাই’ জল উৎসব
২৬ মার্চ ২০২০ ১৪:০৩
রাঙ্গামাটি: বৈসাবি ও বাংলা নববর্ষকে ঘিরে পার্বত্য তিন জেলার বিভিন্ন নৃ-গোষ্ঠীর মানুষ মেতে ওঠে নানা উৎসবে। এদের মধ্যে অন্যতম সাংগ্রাই জল উৎসব। করোনাভাইরাস বা কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি এড়াতে এ বছর স্থগিত করা হয়েছে ঐতিহ্যবাহী এই সাংগ্রাই উৎসব।
এছাড়াও বৈসাবিকে ঘিরে সব ধরনের সামাজিক অনুষ্ঠান না করারও সিদ্ধান্ত নিয়েছে মারমা সংস্কৃতি সংস্থা (মাসস)। বুধবার (২৫ মার্চ) মাসস কেন্দ্রীয় কমিটি এ তথ্য জানান।
কমিটির তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক হ্লা প্রু সাইন মারমা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিবছর সামাজিক অনুষ্ঠান ‘সাংগ্রাই জল উৎসব’ পালন করে আসছে। সাম্প্রতিক সময়ে সারাবিশ্বে মহামারী আকারে করোনাভাইরাসে অনেক মানুষ আক্রান্ত হয়ে প্রাণহানীর ঘটনা ঘটেছে। আমরা শোকাহত পরিবারবর্গকে সমবেদনা জানাচ্ছি এবং প্রত্যেকের শান্তি কামনা করছি। করোনাভাইরাসের কারণে মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) এর পক্ষ থেকে এই সময়ে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে।’