Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক আরিফুলের সাজা স্থগিত: হাইকোর্টের লিখিত আদেশ প্রকাশ


২৬ মার্চ ২০২০ ১৭:৩৭

ঢাকা: মধ্যরাতে বাড়ি থেকে ধরে নিয়ে সাংবাদিক আরিফুলকে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া সাজা ছয় মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের লিখিত আদেশ প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) লিখিত আদেশের সার্টিফাইট (সত্যায়িত) কপি পাওয়ার বিষয়টি জানিয়েছেন রিটকারীর আইনজীবী ইশরাত হাসান।

লিখিত আদেশে আদালত বলেছেন, ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট, কুড়িগ্রামের মোবাইল কোর্ট মামলা নং- ০৬/২০২০ এর মূল নথি তলবকৃত নথি হিসেবে অত্র (এ রিট মামলার) রুলের সাথে (শুনানির জন্য) সংযুক্ত থাকবে।’

বিজ্ঞাপন

এর ফলে আরিফুলকে সাজা দেওয়ার ঘটনায় ইতিমধ্যে হাইকোর্টে যেসব নথি পাঠানো হয়েছে তা আর অদল-বদলের সুযোগ থাকছে না বলে জানিয়েছেন আইনজীবী ইশরাত। তিনি বলেন, ‘আদেশ দানকারী বিচারপতিদের স্বাক্ষরের পর গত ২৫ মার্চ এ রিট মামলার আদেশের সত্যায়িত অনুলিপি হাতে পেয়েছি।

হাইকোর্টের লিখিত আদেশে বলা হয়েছে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাংবাদিক আরিফুল ইসলামকে সাজা দেওয়ার পুরো প্রক্রিয়া কেন অবৈধ ও বাতিল ঘেষণা করা হবে না, এই আদালত কর্তৃক সঠিক এবং যথাযথ মনে করলে অন্যান্য বা অতিরিক্ত আদেশসমূহ কেন প্রদান করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কুড়িগ্রামের মোবাইল কোর্ট মামলা নং-০৬/২০২০ এ প্রদত্ত গত ১৪ মার্চের ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টার অর্থদণ্ড প্রদান এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ স্থগিত করা হলো।

হাইকোর্টের তার লিখিত আদেশে আরও বলেন, ‘কুড়িগ্রামের জেলা ম্যাজিস্ট্রেট সম্মুখে বিচারাধীন আপিল মামলা নং-০৯/২০২০ এর সকল কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করা হলো। সাংবাদিক আরিফুল ইসলামকে নির্যাতনের ঘটনায় কুড়িগ্রামের সাবেক ডিসিসহ জড়িতদের বিরুদ্ধে করা অভিযোগ এজাহার হিসাবে গ্রহণ করতে কুড়িগ্রামের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ প্রদান করা হলো।’ একইসঙ্গে ভ্রাম্যমান আদালত কর্তৃক সাংবাদিক আরিফুল ইসলামকে দেওয়ার সাজার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

মধ্যরাতে বাসা থেকে তুলে নিয়ে সাজা, সাংবাদিক আরিফ হাইকোর্টে

নির্বাহী ম্যাজিস্ট্রেট, কুড়িগ্রামের মোবাইল কোর্ট মামলা নং- ০৬/২০২০ এর মূল নথি তলবকৃত নথি হিসেবে অত্র (এ রিট মামলার) রুলের সাথে (শুনানির জন্য) সংযুক্ত থাকবে। আগামী ৪ সপ্তাহের মধ্যে ওইসব রুলের জবাব দিতে হবে।

রিটের বিবাদিরা হলেন- মন্ত্রী পরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভাগীয় দুই সচিব, আইন মন্ত্রণালয় সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুড়িগ্রাম প্রধান, কুড়িগ্রামের সাবেক জেলা প্রসাশক সুলতানা পারভীন, সাবেক জ্যেষ্ঠ সহকারী কমিশনার নাজিম উদ্দিন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাতুল ইসলাম, কুড়িগ্রামের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক এবং কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওই রুলের জবাব দিতে বলেছেন আদালত।

উল্লেখ্য, গত ১৩ মার্চ মধ্যরাতে বাড়িতে হানা দিয়ে মারধর করে তুলে নিয়ে যাওয়া হয় বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে। তার বাসায় আধা বোতল মদ ও দেড়শ’ গ্রাম গাঁজা পাওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত মামলা করে। পরের দিন বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। ওই রিটের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

সাংবাদিক সাংবাদিক আরিফুল হাইকোর্ট

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর