Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাসড়কে তরুণের লাশ, ছুরিকাঘাতের চিহ্ন


২৭ মার্চ ২০২০ ১৬:৫৩ | আপডেট: ২৭ মার্চ ২০২০ ১৭:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকা থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের বিভিন্ন স্থানে ছিল ছুরিকাঘাতের চিহ্ন।

শুক্রবার (২৭ মার্চ) সকালে তরুণটির মরদেহ উদ্ধার করা হয়। তরুণের নাম বিল্লাল গাজী, তিনি বুড়িচং উপজেলার নারায়ণসার গ্রামের সবুজ গাজীর ছেলে।

পুলিশ ধারণা করছে, গত রাতে ওই তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এরপর তার মরদেহ মহাসড়কে ফেলে দেয় হত্যাকারীরা। সকালে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। হত্যাকারীরা ওই তরুণের মরদেহটি মহাসড়কে ফেলে দিয়ে হত্যাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বলে চালানোর পরিকল্পনা করে থাকতে পারে বলে মনে করছে পুলিশ।

বিজ্ঞাপন

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, মরদেহের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে সৃষ্ট গভীর জখমের চিহ্ন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ ‍শুরু করেছে।

ছুরিকাঘাত ছুরিকাঘাতের চিহ্ন মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর