Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আক্রান্ত ৮ লাখ, মৃত্যু ছাড়িয়েছে ৪০ হাজার


৩১ মার্চ ২০২০ ২৩:০৯ | আপডেট: ৩১ মার্চ ২০২০ ২৩:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে আট লাখ। এ প্রতিবেদন লেখা অবধি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৬৭৩ জন। উল্লেখ্য, এসব সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে।

করোনা: লাইভ আপডেট

গত বছরের শেষ সপ্তাহে চীনের উহান প্রদেশ থেকে শুরু হওয়া করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রায় সবকটি দেশে। এ পর্যন্ত আক্রান্তের দিক থেকে শীর্ষ রয়েছে যুক্তরাষ্ট্র। তবে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ইতালিতে।

ইতালিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ হাজার ৪১৮ জনের। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। ইতালির মতই ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটছে স্পেনে। সেদেশে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ হাজার ২৬৯ জনের।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ৬৬৯ জন। যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা তিন হাজার ৪২৪।

এদিকে ভাইরাসটির উৎসস্থল চীনে প্রাদুর্ভাব অনেকটাই কমে এসেছে। চীনে করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৫১৮ জন ও মৃত্যু হয়েছে ৩ হাজার ৩০৫ জনের।

এছাড়া ইরানেও ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটছে। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন প্রায় দুই হাজার ৯০০ জন।

এদিকে বাংলাদেশে মঙ্গলবার নতুন করে দুজনের দেহে করোনাভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব পাওয়া গেছে। নতুন দুজনের মধ্যে একজন সৌদিআরব থেকে এসেছেন। আর একজন দেশেই ছিলেন। এ নিয়ে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫১ জন। বাংলাদেশে এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের ও সেরে ওঠেছেন ২৫ জন।

করোনা: লাইভ আপডেট

আরও পড়ুন-উই হ্যাভ আ ব্যাটল টু উইন…

আবারও বলছি, সবার মাস্ক পরার প্রয়োজন নেই: ডব্লিউএইচও

ভুল ফলাফল দেয় চীনের র‍্যাপিড টেস্টিং কিট— অভিযোগ দেশে দেশে

করোনা করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর