Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৃত বাবাকে দেখতে গিয়ে প্রাণ গেল মেয়ের, স্বামী ও চালকেরও মৃত্যু


১ এপ্রিল ২০২০ ০০:৫৫

কুমিল্লা: বাবার মৃত্যুর খবর পেয়ে তাকে শেষ দেখা দেখতে রওনা হয়েছিলেন পারভিন আক্তার। গণপরিবহন বন্ধ থাকায় স্বামীকে নিয়ে রওনা দিয়েছিলেন প্রাইভেট কারে। কিন্তু সেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে প্রাণ হারিয়েছেন মেয়েটি। মারা গেছেন গাড়ির চালক এবং গাড়িতে থাকা স্বামীও।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার কোরবানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস মরদেহগুলো উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

বিজ্ঞাপন

পারভিন আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাগাউড়া গ্রামের মেয়ে। তার বাবা আবু বকর সোমবার (৩০ মার্চ) দিবাগত রাতে মারা যান। তাকে দেখতেই সকালে রওনা দিয়েছিলেন পারভীন। দুর্ঘটনায় তার সঙ্গে প্রাণ হারিয়েছেন স্বামী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের দোলাইপাড়া গ্রামের সাদ্দাম হোসেন এবং প্রাইভেটকারের চালক নোয়াখালী জেলার কবিরহাট এলাকার আবুল বাশারের ছেলে আব্দুর রহমান।

স্থানীয়রা জানান, বাগাউড়া যাওয়ার পথে দুপুরে মাধবপুর-দৌলতপুর সড়কের কোরবানপুর বাজার এলাকার মোড়ে এসে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গভীর খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই কারে থাকা তিন জনের মৃত্যু হয়। খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহ তিনটি উদ্ধার করে।

বাঙ্গরা বাজার থানার পরিদর্শক তদন্ত অমর চন্দ্র দাস জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাড়িচালকের মৃত্যু দম্পতির মৃত্যু মৃত বাবাকে দেখতে গিয়ে মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর