Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাস: ফ্রান্সে ২৪ ঘণ্টায় ১৩৫৫ জনের মৃত্যু


৩ এপ্রিল ২০২০ ০৯:৩৬ | আপডেট: ৩ এপ্রিল ২০২০ ০৯:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে মৃত্যুর সকল রেকর্ড ছাড়িয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার (২ এপ্রিল) একদিনে ফ্রান্সে মৃত্যু হয়েছে এক হাজার ৩৫৫ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩৮৭ জন।

বৃহস্পতিবার করোনাভাইরাস ওয়ার্ল্ডমিটার থেকে জানা যায়, ফ্রান্সে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ১০৫ জন। দেশটিতে স্পেন, ইতালি, যুক্তরাষ্ট্রের পরই সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটছে।

এদিকে করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। এছাড়া মৃত্যুর সংখ্যাও ছাড়িয়েছে ৫০ হাজারেরও বেশি।

প্রাণহানির দিক থেকে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ১৪ হাজারের কাছাকাছি। এছাড়া স্পেনে মৃত্যু হয়েছে ১০ হাজারেরও বেশি।

বিজ্ঞাপন

উল্লেখ্য গত বছরের শেষ সপ্তাহে চীনের উহান শহর থেকে সংক্রমণ শুরু হয় নতুন ধরণের এই করোনাভাইরাসের। চীনে তিন হাজার তিনশো জনের প্রাণহানির পাশাপাশি ভাইরাসটি ছড়িয়ে পড়েছে পৃথিবীর প্রায় সবকটি দেশে। ভাইরাসের সংক্রমণ রোধে ইতিমধ্যেই পৃথিবীর বেশিরভাগ দেশেই পুরোপুরি বা সীমিত আকারে লকডাউন, কারফিউ সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

করোনা: লাইভ আপডেট

আরও পড়ুন- করোনা চিকিৎসায় জাপানের ‘অ্যাভিগান’ কিনছে জার্মানি

কোভিড-১৯ জয় করে সুস্থ ২ লাখেরও বেশি মানুষ

করোনা করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর