ত্রাণ না পেয়ে রংপুরে রেল বস্তিতে বিক্ষোভ
৩ এপ্রিল ২০২০ ১৬:০৭
রংপুর: ত্রাণ না পেয়ে বিক্ষোভ করেছেন রংপুর রেল বস্তির শত শত বাসিন্দা। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে নগরীর লালবাগ রেল ক্রসিং এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বস্তিবাসীর অভিযোগ, সরকার করোনাভাইরাসের সংকট মোকাবিলার জন্য অনেক বরাদ্দ দিলেও সিটি করপোরেশনের মেয়র তাদের বঞ্চিত করছেন। এখন সবাই ঘর ছেড়ে বের হতে না পেরে পরিবার-পরিজন নিয়ে কষ্টে আছেন। এ অবস্থায় খাদ্য অথবা কাজের দাবিতে বিক্ষোভ করছেন।
রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, বিক্ষোভের খবর পেয়ে পুলিশ এসে সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বস্তিবাসীকে শান্ত করেছে। বিষয়টি নিয়ে মেয়র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।