নারায়ণগঞ্জ সিটি এলাকা ‘লকডাউন’র অনুরোধ মেয়র আইভীর
৫ এপ্রিল ২০২০ ১৯:২৬
ঢাকা: বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জ সিটি করোরেশন (নাসিক) এলাকায় করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রার্দুভাব দেখা দেওয়ায় পুরো নাসিক এলাকায় ১৪৪ ধারা জারি অথবা লকাডাউন ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
রোববার (৫ এপ্রিল) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল আমিনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ অনুরোধ জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সারা বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণ মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় এই ভাইরাসের প্রার্দুভাব দেখা দিয়েছে। দিন দিন সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে করোনায় আক্রান্ত হয়ে একজন মৃত্যুবরণ করায় কয়েকটি এলাকা প্রশাসনের সহায়তায় লকডাউন করা হয়েছে। উল্লেখ্য, সিটি এলাকায় ইপিজেড, গার্মেন্টস, হোসিয়ারিসহ ভারী শিল্প কলকারখানার পাশাপাশি চাল, ডাল, আটা, ময়দা, লবণসহ নিত্য পণ্যের পাইকারি বাজার রয়েছে। বিধায় এলাকাটি শ্রমিক অধ্যুষিত। ফলে ঘনবসতিপূর্ণ এই নগরীতে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি অত্যাধিক।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘মানুষের জীবন রক্ষার্থে পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়ে সার্বিক বিবেচনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী জরুরিভিত্তিতে সিটি এলাকা লকডাউন/কারফিউ জারি করার জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। অন্যথায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’
এ বিষয়ে জানতে চাইলে নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল আমিন সারাবাংলাকে বলেন, ‘আমাদের সিটি করপোরেশন এলাকাটি করোনাভাইরাসের বড়ধরনের ঝুঁকিতে আছে। যে কারণে মেয়রের নির্দেশনায় আমরা এই বিজ্ঞপ্তি জারি করেছি।’
আবুল আমিন আরও বলেন, ‘এই এলাকায় অনেককে কোয়ারেনটাইনে রাখা হয়েছে। আমাদের কাউন্সিলররা তাদের কোয়ারেনটাইন নিশ্চিত করছেন। সেইসঙ্গে তাদের কোনো কিছু প্রয়োজন হলে সিটি করপোরেশনের পক্ষ থেকে সেগুলোরও ব্যবস্থা করছেন। তবে বর্তমান পরিস্থিতিতে সিটি করপোরেশন এলাকা লকডাউন না করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে যাবে।’