বস্ত্র ও পাটমন্ত্রীর নির্দেশনায় রূপগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ
৭ এপ্রিল ২০২০ ১১:৫৪
নারায়ণগঞ্জ: করোনাভাইরাস পরিস্থিতিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হতদরিদ্র দুই হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পূর্বগ্রাম ও চনপাড়া এলাকায় এ খাদ্যসামগ্রী বিতরণ করেন কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলী।
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) নির্দেশনায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিনসহ অনেকে।
এছাড়াও, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভুঁইয়াও রূপগঞ্জে হতদরিদ্র ৪ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। মঙ্গলবার সকালে উপজেলার বাগবের এলাকায় সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য শাহাবুদ্দিন ভুঁইয়ার উদ্যোগে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিল সিকদার, যুবলীগ নেতা রুহুল আমীন, ইউপি সদস্য জিন্নাত জাহান জিসান, ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদক লাকী আক্তারসহ অনেকে।