Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাকালে সরকারের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে চেয়ে জাপার চিঠি


৯ এপ্রিল ২০২০ ১৬:৪৩

ঢাকা: করোনা রোধে সব কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে চায় জাতীয় পার্টি (জাপা)। দেশের এমন দুর্যোগ মোকাবিলায় জাপার প্রস্তুতি ও আগ্রহের কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

বুধবার (৮ এপ্রিল) জিএম কাদেরের সই করা চিঠি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে।

চিঠিতে জাপা চেয়ারম্যান জিএম কাদের উল্লেখ করেছেন, ‘এই দুর্যোগময় মুহূর্তে জাতীয় পার্টি প্রধানবিরোধী দল হিসেবে জনগণের পাশে আছে। জনগণের কল্যাণে যেকোনো কাজ করতেই প্রস্তুত আছে জাতীয় পার্টি। তাই কারোনা মোকাবিলায় সরকারের নেওয়া যেকোনো কাজে জাপা অংশগ্রহণে আগ্রহী।’

তিনি বলেন, ‘জাপা এরই মধ্যে করোনা মোকাবিলায় কেন্দ্রীয় এবং বিভাগীয় সমন্বয় কমিটি গঠন করেছে। তাই কেন্দ্র থেকে শুরু করে বিভাগ, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায় পর্যন্ত সরকারকে সহায়তা করতে পারবে জাপার নেতারা।

জিএম কাদের বলেন, ‘বর্তমান সংকট মোকাবিলায় সরকারের ত্রাণ কার্যক্রমসহ যেকোনো কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য সরকারকে সহায়তা করতে প্রস্তুত আছে জাপা।

চিঠি জাতীয় পার্টি জিএম কাদের প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর