Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে ২ হাজার প্রাণহানি


১১ এপ্রিল ২০২০ ১১:৪৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে কোন একটি দেশে ২ হাজারের বেশি প্রাণহানির ঘটনা এই প্রথম ঘটলো। জন হপকিন্স ইউনিভারসিটির দেওয়া তথ্যমতে জানা গেছে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মারা গেছেন ২ হাজার ১০৮ জন। এতে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৬৯ জন।

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র শীর্ষে রয়েছে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখেরও বেশি। মৃতের সংখ্যার দিক থেকে শীর্ষে থাকা ইতালির প্রায় সমান মৃত্যু যুক্তরাষ্ট্রেও। শুধু নিউইয়র্কেই এ পর্যন্ত প্রায় ৬ হাজার জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে শুক্রবার হোয়াইট হাউজ করোনাভাইরাস টাস্ক ফোর্সের সদস্য ডা. অ্যান্থনি ফাউচি বলেছেন, আগামী নভেম্বর নাগাদ যুক্তরাষ্ট্রের অবস্থা প্রকৃতপক্ষে স্বাভাবিক হতে পারে।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়িয়ে গেছে। এ রিপোর্ট লেখা অবধি করোনাভাইরাসে সংক্রমণের ফলে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৩ হাজার। বিশ্বজুড়ে এ পর্যন্ত আক্রান্তের ১৭ লাখ ছুঁই ছুঁই।

আরও পড়ুন- ইতালিতে একদিনে সেরে উঠেছেন ১ হাজার ৯৮৫ জন

লিভারপুল কিংবদন্তী কেনি ডালগ্লিশ করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে

করোনা যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর