Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে করোনায় নতুন রোগী ৩০৬, মারা গেছেন ৯ জন


১৮ এপ্রিল ২০২০ ১৪:৪২

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০৬ জন। একইসময়ে মারা গেছেন ৯ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২১৪৪ জন। মোট মৃত্যুর সংখ্যা ৮৪ জন।

শনিবার (১৮ এপ্রিল) নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

গত ২৪ ঘণ্টায় ২১১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় ৯ জন মৃত্যুবরণকারীর মধ্যে ৬ জন ঢাকার বাকি তিনজন ঢাকার বাইরে। করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ৬৬ জন।

ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ( রোগ নিয়ন্ত্রণ) ডা. সানিয়া তাহমিনা জানান, নতুন করোনা ল্যাব হিসেবে যোগ হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। যশোর, নড়াইল, মাগুরা, নড়াইলসহ আশেপাশের জেলাগুলো থেকে সংগ্রহ করা নমুনা এই ল্যাবে পরীক্ষা করা হবে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দর দিয়ে এসেছেন এমন ৩৯৭ জনকে স্ক্রিনিং করা হয়েছে।

করোনা করোনা মোকাবিলা করোনাভাইরাস


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর