Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাল বিতরণে অনিয়মের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন


১৮ এপ্রিল ২০২০ ১৮:১৩

কুড়িগ্রাম: করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের মাঝে সরকারের বরাদ্দকৃত জিআর চাল বিতরণে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও ইউনিয়ন পরিষদের সদস্যরা। কুড়িগ্রামের ঘোগাদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহ আলম মিয়ার বিরুদ্ধে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের ঘোগাদহ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছাম্মৎ নুরজাহান বেগম অভিযোগ করে জানান, ইউনিয়নের দিনমজুর, ভ্যানচালক, খেটে খাওয়া মানুষের জন্য বরাদ্দকৃত জিআর চাল সংশ্লিষ্ট কোনো ইউপি সদস্যের সাথে সমন্বয় না করে মনগড়া ভাবে বিতরণ করেছেন চেয়ারম্যান। এতে করে প্রকৃত মানুষেরা চাল না পেলেও চেয়ারম্যানের মনোনীত পছন্দের ব্যক্তিরা চাল পেয়েছেন।

এছাড়া ইউনিয়নের ১নং, ২নং, ৩নং, ৫নং ও ৬নং ওয়ার্ডে কোন চাল দেয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা।

পরে মানববন্ধন শেষে চাল বিতরণে অনিয়মসহ চেয়ারম্যান মো. শাহ আলম মিয়ার নানা অনিয়মের অভিযোগ তুলে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা।

চাল বিতরণ মানববন্ধন

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর