Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠিক সময়ে বেতন দেয়নি ৩৭০টি কারখানা, ব্যবস্থা নেওয়ার অনুরোধ


১৯ এপ্রিল ২০২০ ১৬:৪২

ঢাকা: নির্দিষ্ট সময়ে ৩৭০টি কারখানার মালিকরা শ্রমিকদের বেতন পরিশোধ করেনি বলে জানিয়েছে কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর। এসব কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধও করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের ওই চিঠিতে বলা হয়েছে, ৩৭০টি কলকারখানার মালিকরা ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের মজুরি ও বেতন-ভাতা পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন। এসব কারখানাসমূহের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

এর আগে, ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল পোশাক মালিকরা। নির্দিষ্ট সময়ে বেতন পরিশোধ করতে হুঁশিয়ারি দিয়েছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। এসময়ের মধ্যে বেতন পরিশোধ না করলে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি।

তবে নির্দিষ্ট সময়ে বেতন পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় বিজিএমইএ সভাপতি রুবানা হক জানান ২০ এপ্রিলের মধ্যেই বেশিরভাগ কারখানায় বেতন পরিশোধ হবে। কিছু কিছু ক্ষেত্রে সময় আরও বেশি লাগতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

কারখানা পোশাক কারখানা বেতন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর