এফবিআইর তীক্ষ্ণ চোখ ট্রাম্প-কন্যার ব্যবসায়িক চুক্তিতে
২ মার্চ ২০১৮ ১৫:০৪
সারাবাংলা ডেস্ক
মার্কিন গোয়েন্দা বিভাগ ট্রাম্প-কন্যা ইভানকার আন্তর্জাতিক ব্যবসায়িক চুক্তি খুঁটিয়ে দেখছে। এই বিষয়ে জড়িত দুইটি সূত্র এ যাচাই-বাছাইয়ের ঘটনা নিশ্চিত করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন।
ইভানকার দুই ব্যবসায়ীক উদ্যোগ ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল এবং ভ্যানকোভারের টাওয়ারের ব্যবসায়িক চুক্তি ও অর্থায়নের বিষয়ে খতিয়ে দেখছে এফবিআই। এই যাচাই-বাছাইয়ের বিষয়টি এফবিআই’র জন্য কষ্টসাধ্য হতে পারে যেহেতু ইভানকা প্রেসিডেন্ট ট্রাম্পের কন্যা এবং তার একজন উপদেষ্টা। বিশেষজ্ঞরা ধারণা করছেন ইভানকা তার ক্ষমতা ব্যবহার করে পূর্ণ নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার চেষ্টা করবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ভিনদেশী সংস্থা ব্যবসা করলে সে চুক্তির বিষয়ে সূক্ষ্ম তদন্ত করা মার্কিন ব্যবসা নীতির অংশ। তবে ট্রাম্পের ব্যবসায়িক কর্মকাণ্ডকে পর্যবেক্ষণ করা একটা চ্যালেঞ্জ মনে করছে তদন্ত সংস্থাগুলো।
এফবিআই জানিয়েছে, ইভানকা ট্রাম্প এবং তার স্বামী জারেড কুশনারের ব্যবসায়ী সম্পর্কগুলোর দিকে তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে যেন এ সব চুক্তির জন্য যুক্তরাষ্ট্র চায়না বা অন্য কোনো বিদেশী এজেন্টর সঙ্গে দুর্বল অবস্থানে চলে না যায়।
সারাবাংলা/এমএ