Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা মোকাবিলায় বিদেশি সেনাবাহিনী প্রয়োজন নেই: পররাষ্ট্রমন্ত্রী


২৩ এপ্রিল ২০২০ ১৯:২১

ফাইল ছবি: ড. এ কে আব্দুল মোমেন

ঢাকা: নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রমণ মোকাবিলায় বাংলাদেশের সেনাবাহিনীই অন্য দুইটি দেশকে সহায়তা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ফলে বিদেশি কোনো সেনাবাহিনীর সহায়তা বাংলাদেশের প্রয়োজন নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশকে সহায়তা করার জন্য আসছে— এমন কোনো তথ্য তার জানা নেই বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সারাবাংলাকে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এর আগে, ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে দেশটির একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, বাংলাদেশ, ভুটান ও শ্রীলঙ্কাসহ প্রতিবেশী দেশগুলোকে করোনা পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করতে পৃথক পৃথক সেনাবাহিনীর দল পাঠাচ্ছে ভারত। এমন একটি সময়ে এই খবর প্রকাশিত হয়েছে যখন বাংলাদেশ সেনাবাহিনীই দুইটি দেশে সহায়তা করছে।

এ খবর নিয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সারাবাংলাকে বলেন, ‘প্রথমত, ভারত সরকার আমাদের আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছুই জানায়নি। তাই আমরা বিষয়টি জানি না।’

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমাদের সেনাবাহিনী করোনা প্রতিরোধে দেশে ও বিদেশে যথেষ্ট সহায়তা করছে। তারা লকডাউন কার্যকরসহ প্রতিটি ক্ষেত্রেই সহায়তা করছে। এমনকি বিদেশ থেকে লোক আসার পর কোয়ারেনটাইন করাতেও তারা সহায়তা করছে।

করোনা পরিস্থিতিতে দেশের বাইরেও সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে আবদুল মোমেন বলেন, ‘তারা যে শুধু দেশেই সহায়তা করছে, তা নয়। আমরা বিদেশেও আমাদের সেনাবাহিনীর দুইটি দল পাঠিয়েছি। কুয়েত ও মালদ্বীপে আমাদের সেনাবাহিনীর সদস্যরা করোনাভাইরাস প্রতিরোধে সহায়তা করছে। তাই এই মুহূর্তে করোনা মোকাবিলায় অন্য দেশ থেকে আমাদের দেশে মিলিটারি আসার প্রয়োজন নেই।’

বিজ্ঞাপন

টপ নিউজ ড. এ কে আবদুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী বিদেশি সেনাবাহিনী ভারতীয় গণমাধ্যমের খবর ভারতীয় সেনাবাহিনী সেনাবাহিনীর সহায়তা

বিজ্ঞাপন
সর্বশেষ

১০ ব্যাংকে নতুন এমডি নিয়োগ
২১ অক্টোবর ২০২৪ ১৮:৪০

সম্পর্কিত খবর