Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু


২৩ এপ্রিল ২০২০ ২০:০৮

চাঁদপুর: করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চাঁদপুরে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার রাত ও বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তাদের মৃত্যু হয়।

এদের মধ্যে একজন ৭৫ বছর বয়সী বৃদ্ধা ও অপরজন ১৪ বছর বয়সী কিশোরী। তাদের দুই জনের বাড়ি ফরিদগঞ্জ উপজেলায়।

হাসপাতাল সূত্র জানায়, গত মঙ্গলবার করোনার উপসর্গ নিয়ে ৭৫ বছরের এক নারী সদর হাসপাতালে এলে সন্দেহভাজন রোগী হিসেবে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। বুধবার তার করোনা টেস্টের নমুনা সংগ্রহ করা হয়। মধ্যরাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এছাড়া করোনার উপসর্গ নিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে সে হাসপাতালে ভর্তি হয়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে তার মৃত্যু হয়। তার করোনা টেস্টের জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

উপসর্গ করোনাভাইরাস চাঁদপুর

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর