Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পলিথিনে মুড়ে নবজাতক ফেলতে গিয়ে যুবক ধরা


২৬ এপ্রিল ২০২০ ০১:০৫

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মিরপুরের বুশরা ক্লিনিক থেকে শনিবার (২৫ এপ্রিল) দুপুরে পলিথিন মুড়ে নবজাতককে ফেলে দেওয়ার সময় রমজান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পলিথিনে মোড়ানো অবস্থায়ই ওই নবজাতকের মৃত্যু হয়। মিরপুর থানার সহকারী পরিদর্শক (এসআই) শিপন সারাবাংলাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীরা জানান, রক্তাক্ত পলিথিন হাতে থাকা রমজানের গতিবিধি সন্দেহজনক হওয়ায় এলাকাবাসী ৯৯৯ এ ফোন দিলে মিরপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রমজানকে আটক করে। পুলিশ রমজানের হাতে থাকা পলিথিনের ভেতর থেকে নবজাতকের লাশ উদ্ধার করে।

বিজ্ঞাপন

এদিকে, আটক যুবক পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, সে ওই ক্লিনিকে এক বছর আগে কাজ করতো। দুপুরে ক্লিনিকের ম্যানেজার মামুন ফোন করে তাকে ডেকে নবজাতকটি ফেলে দিতে বলেন। এই কাজের জন্য ৩০০ টাকা দেওয়ার চুক্তিও করেন ম্যানেজার।

মিরপুর থানার এস আই শিপন সারাবাংলাকে জানান, এ ঘটনায় ক্লিনিকের মালিক জয়নাল, নার্স লিপি, ম্যানেজার মামুন ও আটক রমজানের বিরুদ্ধে মামলা হয়েছে। ইতোমধ্যেই রমজানকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তাদের গ্রেফতারে পর নবজাতকের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

কয়েকটি সূত্র জানিয়েছে, এর আগেও মিরপুরের ওই ক্লিনিকে দুই বার অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার গ্রেফাতর করেছিল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেফতার নবজাতক পুলিশ মিরপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর