কোভিড-১৯: চট্টগ্রামে ব্যাংক কর্মীসহ আক্রান্ত ২
২৬ এপ্রিল ২০২০ ০১:১৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে জনতা ব্যাংকের এক কর্মকর্তাসহ দুজনের শরীরে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। অপরজন পেশায় ব্যবসায়ী। শনিবার (২৫ এপ্রিল) চট্টগ্রামের দুটি ল্যাবে মোট ১৮৯টি নমুনা পরীক্ষা হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা.হাসান শাহরিয়ার কবির সারাবাংলাকে জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)-এ ১৬৯টি নমুনায় দুজন আক্রান্ত হিসেবে পাওয়া গেছে। এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ২০টি নমুনা পরীক্ষা হয়েছে। সেখানকার নমুনার ফল নেগেটিভ এসেছে।
তিনি জানান, আক্রান্ত দুজনই পুরুষ। দুজনের বাসা চট্টগ্রাম নগরীর হালিশর থানা এলাকায়। একজনের বাসা আগ্রাবাদ শান্তিবাগ আবাসিক এলাকায়। বয়স ৩০। আরেকজনের বাসা নয়াবাজার চুনা ফ্যাক্টরির মোড়ে। বয়স ৪০।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘শান্তিবাগে যার বাসা উনার নগরীর কোতোয়ালী থানার তিন পুলের মাথায় ইলেকট্রিক আইটেমের দোকান আছে। গত ২৫ মার্চ থেকে দোকান বন্ধ আছে। আক্রান্ত আরেকজন জনতা ব্যাংকের সীতাকুণ্ডের একটি ব্রাঞ্চের সহকারী ব্যবস্থাপক। তিনি ৭ এপ্রিল সর্বশেষ অফিসে গিয়েছিলেন।’
গত ২৬ মার্চ থেকে বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শুরু হয়। ২৫ এপ্রিল থেকে শুরু হয়েছে সিভাসুর ল্যাবে নমুনা পরীক্ষা। গত একমাসে ২ হাজার ৪৪১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৮৪ জনের ।
আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম জেলার মধ্যে রয়েছে ৪৬ জন। মারা গেছেন পাঁচজন। ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া লক্ষ্মীপুরের ২৯ জন, নোয়াখালীর চারজন, বান্দরবানের তিনজন এবং ফেনীর দুজন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।