Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোভিড-১৯ ডট ব্লোট’র গবেষণা প্রটোকল জমা দিল গণস্বাস্থ্য


২৮ এপ্রিল ২০২০ ১৯:৩৫ | আপডেট: ২৮ এপ্রিল ২০২০ ২২:৪৯

ঢাকা: গণস্বাস্থ্য কেন্দ্র নিজেদের উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তের কিট (জি আর কোভিড-১৯ ডট ব্লোট ) অনুমোদনের জন্য বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে (বিএমআরসি) প্রটোকল জমা দিয়েছে ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে এই প্রটোকল জমা দেওয়া হয়েছে সারাবাংলাকে নিশ্চিত করেছেন বিএমআরসি’র পরিচালক ডা. মাহমুদ-উজ-জামান।

ডা. মাহমুদ-উজ-জামান সারাবাংলাকে বলেন, ‘আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টায় গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে এই প্রটোকল জমা দেওয়া হয়। এই প্রটোকল এখন রিভিউতে যাবে। এই রিভিউয়ের সময়ে যদি কোনো কোয়েরি থাকে তবে সেটি তারা ফুলফিল করবেন। এরপরে আমরা খুব দ্রুত এটি নিয়ে মিটিং করব।’

তিনি বলেন, ‘গণস্বাস্থ্যের পক্ষ থেকে এই প্রটোকল অনলাইনেই জমা দেওয়া হয়েছে। যেকোনো গবেষণাকে আমরা স্বাগত জানাই। আর তাই এই কোভিড-১৯ পরিস্থিতির কারণে আমরা অনলাইনেও এই প্রটোকল জমা নিয়ে থাকি। আমাদের অনলাইনের এই পদ্ধতি খুবই ভালো। খুব দ্রুততার সঙ্গেই এখানে যেকোনো গবেষণার প্রটোকল জমা দেওয়া যায়।’

এ বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ’র সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় সারাবাংলা’র পক্ষ থেকে। তবে তিনি ব্যস্ত থাকায় কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

এর আগে সারাবাংলা ডটনেটে ‘কোভিড-১৯ ডট ব্লোট’র গবেষণা প্রটোকলই জমা দেয়নি গণস্বাস্থ্য!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

রিপোর্টে উল্লেখ করা হয়, গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তের কিট (জি আর কোভিড-১৯ ডট ব্লোট ) অনুমোদনের জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে (বিএমআরসি) কোনো প্রকার প্রটোকল জমা দেওয়া হয়নি। এমনকি এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অফিসিয়াল কোনো চিঠি বা অন্য কোনো মাধ্যমেও যোগাযোগ করা হয়নি বলে জানান বিএমআরসি’র পরিচালক ডা. মাহমুদ-উজ-জামান। এ বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ জানিয়েছিলেন, খুব দ্রুতই তারা প্রটোকল জমা দেবে।

বিজ্ঞাপন

গণস্বাস্থ্য কেন্দ্র গবেষণা প্রটোকল জমা জি আর কোভিড-১৯ ডট ব্লোট টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর