Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালিতে অর্ধেক করোনা রোগী সুস্থ!


১০ মে ২০২০ ০১:৩৮

ইতালিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তদের অর্ধেক রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ইতালির স্বাস্থ্যকর্মকর্তারা জানিয়েছেন, তারা খুব শিগগিরই করোনাভাইরাসের প্রাদুর্ভাব পুরোপুরি ঠেকাতে সক্ষম হবেন। এছাড়া করোনায় নতুনভাবে আক্রান্ত রোগীদের অবস্থা উন্নতি হয়েছে বলেও নিশ্চিত করেছেন তারা।

শনিবার (৯ মে) একদিনেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৮ জন করোনা রোগী। এ নিয়ে ইতালিতে করোনা থেকে সুস্থতার সংখ্যা ১ লাখ ৩ হাজার ১৩ জন।

বিজ্ঞাপন

ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার দেশটিতে মৃতের তালিকায় যুক্ত হয়েছেন ১৯৪ জন ও সংক্রমিত হয়েছেন ১ হাজার ৮৩ জন। এনিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৩৯৫। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১৮ হাজার ২৬৮ জন।

এদিকে গত সোমবার  থেকে ইতালিতে লকডাউন শিথিল করা হয়েছে । ওই দিন থেকেই কাজে ফিরেছে দেশটির অর্ধ কোটি মানুষ।

লকডাউন শিথিলের পর থেকেই শিল্প কারখানা, নির্মাণ খাত ও পাইকারি দোকান পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়েছে ইতালিতে । পর্যায়ক্রমে ১৮ মে থেকে বাণিজ্যিক কিছু অংশ, প্রদর্শনী, জাদুঘর, প্রশিক্ষণ টিম, ক্রীড়া ক্ষেত্র এবং গ্রন্থাগার খোলার ঘোষণা করা হয়েছে।

ইতালি করোনাভাইরাস

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর